বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পঞ্চম আসরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ওঠার পর আজ ঢাকা ডায়নামাইটসের কাছে তা আবার খোয়াতে হয়েছে।
আজ আবারও শীর্ষে ওঠার সুযোগ তাদের সামনে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী কিংস। ড্যারেন স্যামির দলের অবস্থা শোচনীয়। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকায় শেষ চারে যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে।
আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে একেবারে তলানিতে চলে গেছে চিটাগং ভাইকিংস। ম্যাচটি ৭ উইকেটে জিতে শীর্ষে উঠে গেছে ঢাকা। দুই নম্বরে খুলনা, তিনে কুমিল্লা এবং চার নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স।
Leave a Reply