অস্ট্রেলিয়ার পেসার ডেনিস লিলিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে দ্রুত ৩০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। নাগপুরে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৩০০ উইকেট পূর্ণ করেন তিনি নিজের ক্যারিয়ারের ৫৪তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন।
তাই লিলির রেকর্ড ঙলেন তিনি। ১৯৮১ সালে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ৩০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। ২ ম্যাচ কম খেলে ৩৬ বছর পর দ্রুত ৩০০ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন।
দ্রুত ৩০০ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ৫৮ টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন মুরালি।
Leave a Reply