আল হাছিব তাপাদার/ওমর ফারুক:: ২২ বছর পর ৩০ ডিসেম্বর জকিগঞ্জ-কানাইঘাটে ভোটযুদ্ধে মুখোমুখি হচ্ছে নৌকা ও ধানের শীষ প্রতীক। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ দুটি প্রতীক প্রায় ২২ বছরে মুখোমুখি হওয়ায় ভোটারদের মধ্যে আমেজ অন্যরকম।
জকিগঞ্জের প্রবীন কয়েকজন রাজনীতিবীদের সাথে কথা বলে জানাগেছে, ভারতের সীমানা ঘেঁষা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে সর্বশেষ নৌকা ও ধান প্রতীক মুখোমুখি হয়েছিলো ১৯৯৬ সালের ১২ই জুনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, দাড়ি পাল্লা প্রতীকে ছিলেন জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। সে নির্বাচনে নৌকা প্রতীকের হাফিজ আহমদ মজমুদার বিজয়ী হন। জামানত হারান বিএনপি প্রার্থী আবুল হারিছ চৌধুরী।
২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট গঠনের কারণে জামায়াত আসনটি দখল করে দাড়িপাল্লা প্রতীকে ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে বিজয়ী হয়। ২০০৮ সালের নির্বাচনে আবারো জামায়াতের ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন দাড়িপাল্লা প্রতীকে বিএনপি জোটের প্রার্থী, তখন পরাজিত হন।
২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন অংশ না নেয়ায় জামায়াতের প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে জামায়াত আসনটিতে তাদের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে পেতে বিএনপি জোটের কাছে দাবী করে বসেছিলো। কিন্তু স্থানীয় বিএনপি আসনটিতে জামায়াতের প্রার্থীকে মেনে নেয়নি। বিভিন্ন সময়ের জরিপের তথ্যে উঠে আসে এ আসনে জামায়াতের প্রার্থী হাতে ধানের শীষ তুলে দিলে স্থানীয় বিএনপিতে ভাঙন দেখা দিতে পারে। অন্যদিকে বিএনপি জোটের শরিকদল জমিয়ত আসনটিতে তাদের প্রার্থীকে ধানের শীষ প্রতীক দিতে জোর দাবী জানায়। জোট শরিকদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে অবশেষে বিএনপি-ঐক্যফ্রন্ট জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ধানের শীষের প্রার্থী করে।
অন্যদিকে এ আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে একক প্রার্থী থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক দুইবারের এমপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন।
সাধারণ ভোটার ও নির্বাচন বিশ্লেষকদের সাথে কথা বলে জানাগেছে, নৌকা ও ধানের শীষের লড়াই এবার জমে উঠবে। বিএনপির নেতাকর্মীরা সংসদ নির্বাচনে প্রায় ২২ বছর থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারছেনা। এবার ধানের শীষ প্রতীকে ভোট দেবার সুযোগ পেয়েছে। এ উদ্দীপনাকে কাজে লাগিয়ে নেতাকর্মীরা ধানের শীষকে বিজয়ী করতে প্রাণপণ চেষ্ঠা করবে। তবে সাবেক দুইবারের এমপি ড. হাফিজ আহমদ মজুমদার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা থাকায় বিএনপি-ঐক্যফ্রন্ট প্রার্থী ভোটের মাঠে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে বলে অনেকে মত দিয়েছেন।
Leave a Reply