জকিগঞ্জ টুডে ডেস্ক:: সীমান্তঞ্চল থেকে জাতীয় পার্টির ঢাকার মহাসমাবেশে সকল নেতাকর্মী অংশগ্রহণ করায় কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শিল্পপতি জাকির হুসেন সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটসহ সারাদেশের জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কারণে জাতীয় পার্টির মহাসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে। এ জনসমুদ্র প্রমান করে আগামী দিনে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে। দেশের জনগন জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠাতে প্রস্তুত রয়েছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে পার্টির জন্য কাজ করতে আহবান জানান।
Leave a Reply