জকিগঞ্জে পৃথক পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দুপুর ১২ টার দিকে জকিগঞ্জ সরকারী কলেজে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জুবায়ের আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহারিয়ার শাওন, আসাদ উদ্দিন, দোজা, বাহার, রবি শর্মা, সালমান, অপু, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য জাহাঙ্গীর আলম সাহেদ, পৌরসভা ছাত্রলীগ নেতা তানজিম শাহারিয়া সাজু প্রমূখ।

বিকেল দুইটায় উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আহবায়ক জাকির হোসাইনের সভাপতিত্বে ও ওমর ফারুকের পরিচালনায় বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, পৌরসভা যুবলীগের সদস্য হিরণজিৎ বিশ্বাস, শামিম আহমদ, কৃষকলীগ নেতা আনোয়ার সিরাজী, পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিন, জুবের আহমদ, সালমান, অপু, লায়ের, পুষ্প, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য জোবের আহমদ, জাহাঙ্গীর আলম সাহেদ, শাকিল আহমদ চৌধুরী, রুহুল আমিন কর্ণেল, সাজিদুর রহমান প্রমূখ।

আড়াইটার দিকে যুবলীগ, ছাত্রলীগের ব্যানারে পৌর শহরে একটি মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন, শ্রমিকলীগের সহ সহ সভাপতি শহিদ আহমদ, পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, অনু আহমদ, কবির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেল রেজা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কলেজ ছাত্রলীগের সভাপতি ছয়েফ আহমদ, সহ সভাপতি রেজাউল করিম, জামিল ইসলাম নাঈমসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে এমএ হক চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর