নিজস্ব প্রতিবেদক:: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। জুম্মার নামাজের পর নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন- মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এই স্বীকৃতির মাধ্যমে তিনি সারাবিশ্বে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। যা বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা বাহার খন্দকার, জেলা মহিলা পার্টির সভাপতি নাহিদা আক্তার চৌধুরী প্রমুখ। পরে কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টাস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
Leave a Reply