নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রবাহী বাস খাদে পড়েছে। এ সময় আহত হয়েছেন ৭ জন যাত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জকিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস সিলেটে যাবার পথে লামারগ্রামে পৌছাঁর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হলেও ৭জন যাত্রী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, এ ঘটনায় আহতরা তেমন গুরুতর নন। বাসে থাকা অন্য যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমেছেন।
বস্তুনিষ্ঠ সংবাদ জানতে এই পেইজে লাইক দিয়ে রাখুন।
বস্তুনিষ্ঠ সংবাদ জানতে এই পেইজে লাইক দিয়ে রাখুন।
Leave a Reply