নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে কর্মরত সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উলামা-জনতা ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান। মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী কাপ-পিরিচ মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমদ ইমরান লিখিত বক্তব্যে বলেন, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও সুধীজনতার চাপে তিনি প্রার্থী হয়েছেন। আগামী ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সাধারণ ভোটারের উৎসাহ উদ্দীপনা ও ভালোবাসায় তিনি সিক্ত। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তাঁকে সমর্থন জানাচ্ছেন। নির্বাচিত হলে তিনি কোন বৈষম্য না করে সমভাবে উন্নয়ন করবেন। নদী ভাঙ্গন, বিদ্যুৎ বিভ্রাট রোধ, স্বাস্থ্য সেবা, লেখাপড়ার মান নিশ্চিত করণে ও যোগাযোগের উন্নয়নে অধিক গুরুত্ব দেবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ প্রদানে হয়রানী বন্ধ করবেন বলেও প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
মতবিনিময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছিত খান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম ও জমিয়ত নেতা মাওলানা ছাদ উদ্দিন প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, অফিস ও প্রচার সম্পাদক কে.এম মামুন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক রিপন আহমদ, সদস্য আবু বক্কর মো. ফয়ছল, ওমর ফারুক ও জাহাঙ্গীর সাহেদ প্রমূখ।
Leave a Reply