নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে আব্দুল হাই ছালেক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকপুর ইউপির জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং দুই সন্তানের এক জনক। শনিবার সকালে বাড়ির পাশে তার লাশ দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ছালেক মিয়া বাজার থেকে ২ মেয়ের জন্য নতুন জামা, ফল ও সঙ্গে কাফনের কাপড় নিয়ে রাতে বাড়ি ফিরেন। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে আর রাতে ঘরে ফিরেননি। পরে শনিবার সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় বাড়ির পাশে। এলাকাবাসী জানান, লাশের পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কীটনাশক পড়েছিলো। এছাড়াও মৃতদেহের পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি’। ওই চিরকুটে বাবাকে উদ্দেশ্য করে লিখেন তিনি- ‘বাবা, আমার বকরি গুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে দেখে রাখবেন।’ এলাকাবাসী আরও জানান, কিছুদিন ধরে ছালেক মিয়ার দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরেই ছালেক আত্মহত্যা করতে পারেন এমন ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত বিষয় জানা যাবে।
Leave a Reply