নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদের বাখরশালের বাড়ি থেকে শনিবার ফিশারির মাছ ও বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশ বাখরশাল গ্রামের মৃত ককাই মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) কে আটক করেছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ জানান, তাঁর পাশের বাড়ির লোকজনের কারণে পুরো এলাকার লোকজন অতিষ্ঠ। তিনি বাড়িতে না থাকার সুবাদে গত কয়েকদিন ধরে ফিশারির মাছ ও বাড়ির গাছ চুরি হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শনিবার পাশের বাড়ির আব্দুর রহমানের নেতৃত্ব কয়েকজন মিলে আবারও তার ফিশারি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মেরে ও বাড়ির বিভিন্ন প্রজাতির ১০/১২ টা বড় গাছ কেটে চুরি করে নিয়ে যায়। ঘটনাটি মহিলারা দেখে বাঁধা দেওয়ায় তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করা হয়। পরে বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান নামের একজনকে আটক করা হয়। এরআগেও তাঁর ঘর চুরির ঘটনা ঘটেছে। আটক আব্দুর রহমানসহ তার সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি দাবী করেন।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ একজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
Leave a Reply