নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে থানায় অভিযোগ করার জেরে প্রতিপক্ষের খড়ের ঘর পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাঁধা দেওয়ায় ২ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সকালে মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন গ্রামে ঘটে। আহত খায়রুল আলমের স্ত্রী ফারজানা বেগম (৫২) ও সামছুল আলমের স্ত্রী আমিনা বেগম (৪০)কে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খায়রুল আলমের ভাতিজা আশিকে এলাহি জানান, গত শনিবার তাদের নির্মানাধীন বসত ঘরের দেয়াল ও ফিলার ভেঙ্গে উপড়ে নিয়া যায় পার্শ্ববর্তী বাড়ীর মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল জলিল জুলু (৪০), মশিউর রহমান মুশিল (৩৭) ও আবুল কালাম কালা (৬০)। এ ঘটনায় রবিবার রাতে জকিগঞ্জ থানায় খায়রুল আলম বাদী হয়ে একটি অভিযোগ দিলে প্রতিপক্ষ সোমবার সকাল ৭টায় একটি রেইট্রিগাছ কেটে ফেলে ও খড়ের ঘরে আগুন দিয়ে দেয়। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন ফারজানা বেগম ও আমিনা বেগমকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত আব্দুল জলিল জুলু মারধর ও খড়ের ঘর জালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের জায়গায় ঘর নির্মাণ করায় আমরা ভেঙ্গে দিয়েছি।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, জায়গা সংক্রান্ত বিষয় নিয়া দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply