নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিখোঁজের ৩ মাস পর এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোর খলাছড়া ইউপির দুবড়িরপাড় গ্রামের আলী আহমদের ছেলে আরমান আহমদ (১৪)। বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ থানার কুশিয়ারা তদন্ত কেন্দ্র এলাকার পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেন। শুক্রবার কিশোর আরমানকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল হক সজল জানান, গত নভেম্বর মাসের ২৪ তারিখ কিশোর আরমান আহমদ দুবড়িরপাড় এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা ফরিদা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ আরমানকে উদ্ধারের পর পুলিশের কাছে সে জানায়, লেখাপড়া ফাঁকি দেওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গোলাপগঞ্জে গিয়ে একটি মহিষের খামারে রাখালের চাকরি নিয়েছিলো।
Leave a Reply