নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ থেকে এক কৃষকের চুরি হওয়া দুটি গরু উদ্ধার করে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন। বৃহস্পতিবার ভোর রাতে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের সদস্য সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে মো. আলম হোসেন (২১), একই এলাকার আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদুল হাসানের ছেলে শাহ মো. নূর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১) কে গ্রেফতার করেন। এ সময় চোরাই দুটি গরু উদ্ধার ও চুরিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্ধ করেন। পরে তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জাহেদ হোসেন জানান, গত মঙ্গলবার রাতে খলাছড়া ইউপির ভূইয়ার মোড়া গ্রাম থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়েছিলো। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা হয়। তিনি মামলার তদন্তভার পেয়ে সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান করে গরু উদ্ধার করে জড়িত চোরদের গ্রেফতার করেন এবং একটি পিকআপ গাড়ি জব্ধ করেছেন।
এদিকে, দ্রæত সময়ের মধ্যে চোরাই গরু উদ্ধারপূর্বক জড়িতদের গ্রেফতার করায় তদন্ত কর্মকর্তা মো. জাহেদ হোসেন প্রশংসিত হয়েছেন। সম্প্রতি সময়ে জকিগঞ্জ থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এর মধ্যে চোরাই দুটি গরু উদ্ধারের খবর পেয়ে ভুক্তভোগী অন্য কৃষকরা তাদের গরু ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
Leave a Reply