নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ও ও সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়ে তুমূল আলোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যগণ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউনিয়ন ভূমি অফিসে সেবা কাঙ্খিরা হয়রানির শিকার হন। জকিগঞ্জে ৫ দিন নিখোঁজ থাকার পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, উপজেলায় চুরি, ডাকাতির ঘটনা বৃদ্ধি, আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা মেরামতে অনিয়ম ও ধীরগতির বিষয়টি উল্লেখ করে এ ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ছাত্র মুসরাব আহমদের খুনিদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবীও জানানো হয়।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মুক্তিযোদ্ধা মোতালেব, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, আওয়ামীলীগ নেতা এম এজি বাবর, ব্যবসায়ী সওদাগর সেলিম, বিভাকর দেশমূখ্যসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও সহকারি কমিশনার (ভূমি) এসব অনিয়ম বন্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। পরে একই স্থানে সন্ত্রাসও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি এবং জাতীয় শোক দিবস ও আন্তর্জাতিক মাতৃর্ভাষা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply