নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি দানবীর মোহাম্মদ আবিদুর রহমানের অর্থায়নে জকিগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব ও প্রেসক্লাবের দ্বিতীয় তলা নির্মাণ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব মিলানায়তনে ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাইফুদ্দিন খালেদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আজাদ কাজী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, পাঠাগার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণি, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার, প্রভাষক রফিকুল ইসলাম সুহেল, জকিগঞ্জ থানার উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল ইসলাম সজল, শিক্ষক কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল উদ্দিন, জাপা নেতা আনোয়ার হোসেন খাঁন, সমাজসেবী আহমদ মনসুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিএ আব্দুল ফাত্তাহ, স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জকিগঞ্জের সাংবাদিকদের একমাত্র সংগঠন জকিগঞ্জ প্রেসক্লাব অত্যান্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেসক্লাবের দ্বিতীয় তলা নির্মাণে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি দানবীর মোহাম্মদ আবিদুর রহমান অর্থায়ন করার ঘোষণা দিয়ে সাংবাদিকের প্রতি যে আবেগ দেখিয়েছেন সেটা নজিরবিহীন। তাঁর এই বর্ণাঢ্য স্মৃতি আজীবন জকিগঞ্জ প্রেসক্লাব স্মরণ রাখবে। আমেরিকা প্রবাসী আবিদুর রহমান জকিগঞ্জের সকল দুর্যোগে নিরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রচার বিমুখ আবিদুর রহমানের সামাজিক ও মানবিক কর্মকান্ড অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জকিগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব পালনে তিনি উদ্যোগ গ্রহণ করে সকল মতের মানুষকে এক কাতারে এনে দাঁড় করিয়েছেন। তাঁর এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। দানবীর আবিদুর রহমানের এমন কার্যক্রম সমাজের অন্য বিত্তশালীদেরকেও উৎসাহিত করবে।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী জানান, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি দানবীর মোহাম্মদ আবিদুর রহমানের অর্থায়নে জকিগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা নির্মাণ করা হবে। নির্মাণ কাজের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন আবিদুর রহমান। তাঁর এমন মহতি উদ্যোগে জকিগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply