নিজস্ব প্রদিবেদক, জকিগঞ্জ টুডে:: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন স্থানে রোববার বিচ্ছিন্নভাবে ঝটিকা পিকেটিং করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবরোধ পালনে বিএনপি-জামায়াতের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের শহরসহ উপজেলার কোথাও দেখা না গেলেও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের হাতেগোনা কয়েকজন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে সড়কে পিকেটিং কার্যক্রম চালিয়েছেন।
-সকালের দিকে আটগ্রাম এলাকায় সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করার দায়ে পুলিশ মরিচা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে আব্দুল হান্নান হারি (৭০) নামের এক পিকেটারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশের দাবী, গ্রেফতারকৃত ব্যক্তি বিএনপি কর্মী। তিনি সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে যানবাহন চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছেন এমন সুনির্দিষ্ট তথ্যে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের ভরন, কলাকুটা, আটগ্রামসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ঝটিকা পিকেটিং করেছেন অবরোধকারীরা। এ সময় কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করাসহ টায়ার জ্বালিয়ে ফটোসেশন করেন বিএনপি কর্মীরা। তবে পুলিশি তৎপরতার কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল চলাকালে শহরসহ পুরো উপজেলায় দোকান-পাট খোলা ছিল। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম অব্যাহত ছিলো। দূরপাল্লার গাড়ি তুলনামূলক কম চলাচল করেছে। তবে ছোট যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক ছিলো। অবরোধে নাশকতা মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজিবি ও পুলিশ নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। অবরোধ পালনে বিএনপি-জামায়াতের উপজেলা পর্যায়ের শীর্ষ কোন নেতাকে মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় তৎপর ছিলেন।
এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্য ঠেকাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে গেছে। দুপুরের দিকে শহরে অবরোধ বিরোধী মিছিল করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের তৎপরতার কারণে বিএনপি-জামায়াতের অবরোধের তেমন প্রভাব পড়েনি। পৌর এলাকার কোথাও অবরোধকারীরা পিকেটিং করতে পারেনি।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশি টহল জোরদার থাকায় অবরোধকারীরা তেমন সুবিধা করে উঠতে পারছেন না। অবরোধ পালনের নামে সড়কে দু-এক মিনিট দাঁড়িয়ে বিচ্ছিন্নভাবে ফটোসেশন করেছে কয়েকজন। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলো। যেকোন নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
Leave a Reply