জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছেন। রোববার বিকেলে শহরের এম এ হক চত্ত¡রে এ শান্তি সমাবেশ হয়।

পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী একল, মোস্তফা আহমদ কমান্ডার, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, তথ্য ও গবেষণা সম্পদক আজমল হোসেন, সদস্য তুতিউর রহমান, জামাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক শংকু শর্মা, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, আব্দুল কাইয়ুম, সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ রাফে, সাধারণ সম্পাদক কাওসার আহমদ পারভেজ প্রমূখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বানচাল করার চেষ্ঠা করা হচ্ছে। জমায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত ঢাকায় নারকীয় তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে হত্যাকাÐে মেতে উঠেছিলো। দেশের সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বিএনপি-জামায়াতের অপতৎপরতার উচিত জবাব রাজনৈতিক ভাবে দেওয়া হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিতে বক্তারা আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর