জকিগঞ্জে হরতালের প্রভাব পড়েনি জনজীবনে, আ.লীগের মিছিল

জকিগঞ্জে হরতালের প্রভাব পড়েনি জনজীবনে, আ.লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে সিলেটের জকিগঞ্জের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের প্রভাব পড়েনি জনজীবনে। হরতালের সমর্থনে নেতা-কর্মীদের পিকেটিং বা মিছিল চোখে পড়েনি। তবে মাঠে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যানবাহন চলাচলের পাশাপাশি সব অফিস অন্যান্য দিনের মতোই কর্মমুখর ছিল। খোলা ছিল ব্যাংক-বীমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট। সকাল থেকেই বিভিন্ন সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িও চলাচল করে। তবে অন্যদিনের তুলনায় পরিবহন চলাচল কিছুটা সীমিত ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বাড়তে থাকে। দিনভর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। ভোরের দিকে শরীফগঞ্জ বাজারে বিএনপি নেতাকর্মীরা প্রিকেটিং করার খবর পাওয়া যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা সরে যান।

এদিকে, দুপুরের দিকে জকিগঞ্জ শহরে বিএনপি-জামায়াতে সকাল-সন্ধ্যা হরতাল বিরোধী মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তায় সশস্ত্র অবস্থায় ছিলেন। জকিগঞ্জ শহরে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও মাঠে ছিলেন। জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলো। যেকোন নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর