নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি রিয়াজ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানার মোমেনখলা পয়েন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া ও এএসআই মাসুদ মিয়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন (৩৫) জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত মাখন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৩ টি ডাকাতির মামলা ও একটি অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার মিডিয়া সেলের কর্মকর্তা এসআই মুফিদুল ইসলাম সজল জানান, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply