নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জকিগঞ্জে প্রথম সফর উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দূরে অবস্থিত জকিগঞ্জ উপজেলা। সীমান্তের এ উপজেলার সরকারি হাসপাতাল প্রায় দুই বছর পূর্বে ৫১ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় এখনো কার্যক্রম শুরু হয়নি। পদ থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ৩ জন চিকিৎসক হাসপাতালের খাতাপত্রে জকিগঞ্জে কর্মরত দেখানো হলেও বাস্তবে তাঁরা প্রভাব খাটিয়ে জেলা শহরে অবস্থান করছেন। ফলে স্বাস্থ্য সেবায় বিঘœ ঘটছে। রহিমপুর সেচ প্রকল্পসহ কোন সেচ প্রকল্প চালু না হওয়ায় ব্যহত হচ্ছে কৃষি উৎপাদন। গত বছরের ভয়াবহ বন্যায় বিধ্বস্থ গ্রামীণ রাস্তাঘাট এখনো সংস্কার হয়নি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা বিরাজমান রয়েছে। জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালু করা এখন গণমানুষের দাবী। জেলা শহর থেকে সবচেয়ে দূরের এ উপজেলার বিরাজমান সকল সমস্যা দ্রæত সমাধানে বক্তারা নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, জনগণকে নিয়েই প্রশাসন কাজ করে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচন অবাদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply