নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য প্রজনন স্থান পরিষ্কার করা হয়। তাছাড়াও একই দিনে জকিগঞ্জ পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে জকিগঞ্জে এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে সেদিকে সবাই সচেতন হওয়া জরুরী। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে’গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে জকিগঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে।
Leave a Reply