নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ শহরে আল মারওয়ান ট্রাভেলস এন্ড ট্যুরস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় জকিগঞ্জ শহরের কেছরী জামে মসজিদের বিপরীতে মার্কেটে এক অনুষ্ঠানের মধ্যেদিয়ে ট্রাভেলসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আলী কামালী, ট্রাভেলসের মালিক নূর উদ্দিন, ব্যবসায়ী আব্দুল আহাদ, সহ শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ট্রাভেলসের মালিক নূর উদ্দিন জানান, বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিজস্ব আই.এ.টি.এ দ্বারা পরিচালিত ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ্জ যাত্রীদের জন্য বিশেষ প্যাকেজ, বিমান টিকেট, ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার, পাসপোর্ট, ডমেস্টিক এয়ার টিকেটসহ বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল সেবা দেয়ার অঙ্গীকার নিয়ে জকিগঞ্জ শহরে আল মারওয়ান ট্রাভেলস এন্ড ট্যুরস শাখা উদ্বোধন করা হয়েছে। সিলেট শহরে প্রায় ১২ বছর থেকে এ ট্রাভেল এজেন্সী বিদেশ যাত্রী ও পবিত্র হজ্জে গমনকারীদেরকে সেবা দিয়ে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় জকিগঞ্জ শহরেও ট্রাভেলস কাজ করবে বলে জানান।
Leave a Reply