নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সনদ প্রদান করেছে নাজাত ফাউন্ডেশন সিলেট। সোমবার জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ সালের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান এবং সদস্য মাওলানা ময়নুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ তাপাদার, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মহিউদ্দিন হায়দার, উপজেলা আল ইসলাহ সংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাসিত, জকিগঞ্জ পৌরসভা আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, গোটারগ্রাম মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন, মুন্সিপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর ওয়াদুদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নাজাত ফাউন্ডেশন সিলেটের পরিচালক ওয়াহিদুর রহমান তারেক। অনুষ্ঠানের শুরুতে কিরাত তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ আলমাছ আহমদ, হামদ ও নাত পরিবেশন করেন আহমদুল হক, মর্সিয়া পরিবেশন করেন তাওহিদুল ইসলাম শ্রাবণ।
Leave a Reply