নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ভারতীয় অফিসার চয়েস মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক ঐ নারী কাজলসার ইউপির চারিগ্রামের রইছ আলীর স্ত্রী রিনা বেগম (৪৮)। জকিগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামসুল হক সুমন কাজলসার ইউপির চারিগ্রামের মৃত রইছ আলীর স্ত্রী রিনা বেগমের বসতঘরে তল্লাসি করে খাটের নিচ থেকে ৫৭ বোতল অফিসার চয়েস মাদক উদ্ধার করেন। তখন পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী চারিগ্রামের মৃত রাজ্জাক আলীর ছেলে ময়না মিয়া (৪৫) পালিয়ে গেলেও মাদক হেফাজতে রাখার দায়ে রিনা বেগমকে আটক করা হয়।
ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় পলাতক থাকা চারিগ্রামের রাজ্জাক আলীর ছেলে ময়না মিয়া ও আটককৃত নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করবে।
Leave a Reply