জকিগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশের দায়ে ৮জন বহিস্কার

জকিগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশের দায়ে ৮জন বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জের হাফছা মজুমাদর মহিলা ডিগ্রি কলেজ ভ্যেনু কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করার অভিযোগে ৮জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় ৮জন শিক্ষার্থীর নিকট থেকে ৯টি এন্ড্রোয়েড ও আইফোন জব্দ করা হয়। বহিস্কৃত পরীক্ষাথীদের সকলেই জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী। গত বছরের পূরনো পরীক্ষার্থী হিসাবে একটি বিষয়েই তারা পরীক্ষা দিচ্ছিল। জকিগঞ্জ সরকারি কলেজ জকিগঞ্জে এইচএসসি পরীক্ষা মূল কেন্দ্র। তবে হাফছা মজুমদার মহিলা কলেজ ভ্যেনু কেন্দ্র হিসেবে রয়েছে। উপজেলা ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস ৮জন পরীক্ষার্থীকে বহিস্কারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বহিস্কৃতরা পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে নকল করেছে। তাদের মোবাইলে বইয়ের পাতা এবং উত্তরপত্রের ছবি পাওয়া গেছে। যা শিক্ষাবোর্ডে জমা দিয়েছি। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটেছে। ভ্যেনুকেন্দ্রের হল সুপার ও হাফছা মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান জানান, হিসাব বিজ্ঞান বিষয়ে এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পরে সৃজনশীল পরীক্ষার শুরু হলে পরীক্ষার্থীদের নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ার কারণে সিলেট শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক দ্বীপেশ রঞ্জন দাস ৮ পরীক্ষার্থীকে বহিস্কার করেন।

ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

তবে বহিষ্কৃত পরীক্ষার্থীদের একাধিক অভিভাবক ও পরীক্ষার্থীরা এ ঘটনাকে চরম অন্যায় উল্লেখ করে জানান, পরীক্ষা শুরু হবার আগেই কলেজের খন্ডকালীন কম্পিউটার অপারেটর মো.শাহজাহান খান শিক্ষার্থীদের কাছে জানতে চান কারো কাছে মোবাইল ফোন আছে কিনা। তখন পরীক্ষার্থীরা তার কাছে মোবাইল ফোন দিয়ে দেয়। পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোন জমা দিলেও তাদের বহিষ্কার করে তাদের প্রতি অবিচার করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তপূর্বক ক্ষতিপূরণ দাবী করেছেন বহিস্কৃত পরীক্ষার্থীরা। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর