নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের বারহাল ইউপির শাহগলী বাজার এলাকায় শুক্রবার রাতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, কানাইঘাট উপজেলার পূর্ব বাউরভাগ গ্রামের আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২), একই এলাকার দক্ষিণ বাউরভাগ গ্রামের জালাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮)। পুলিশের দাবী, আটককৃতদের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা দামের ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply