জকিগঞ্জে বাড়ি ফেরা আর হলো না শিক্ষার্থী ফাতেমার, সড়কেই ঝরে গেল প্রাণ

জকিগঞ্জে বাড়ি ফেরা আর হলো না শিক্ষার্থী ফাতেমার, সড়কেই ঝরে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির বাসগাড়ির চাকায় পিষ্ট হয়ে সিলেটের জকিগঞ্জে লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা বেগম (১৭) প্রাণ হারিয়েছে। এ সময় দুর্ঘটনায় আহত অপর আরেক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি মঙ্গলবার বেলা দুইটার দিকে আটগ্রাম স্টেশনে ঘটেছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী অনিকা এন্টারপ্রাইজ নামের বাসগাড়ি বেপরোয়া গতিতে আটগ্রামে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীদেরকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী ফাতেমার তরতাজা প্রাণ সড়কেই ঝরে যায় ও অপরআরেক ছাত্রী মারাত্মক আহত হয়। নিহত শিক্ষার্থী ফাতেমা বেগম আটগ্রাম জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। আহত ছাত্রীর নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় আটগ্রাম স্টেশনে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীসহ এলাকার শতশত সাধারণ মানুষ। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসগাড়িটি জব্দ করে।

ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ জানান, নিহত কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়নি। আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করা হয়েছে। ঐ ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের চাকায় পৃষ্ট হয়ে এক ছাত্রীর মৃত্যু ঘটেছে। অপর ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। বাসগাড়ি পুলিশ জব্দ করেছে। তবে ঐ গাড়ির চালককে আটক করা যায়নি। তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর