জকিগঞ্জে ডাইক উপচে সুরমার পানি লোকালয়ে

জকিগঞ্জে ডাইক উপচে সুরমার পানি লোকালয়ে

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে সুরমা নদীর ডাইক উপচে পানি ঢুকছে। বারহাল ইউপির সুরমা নদীর কয়েকটি স্থান দিয়ে পানি লোকালয়ে এসে বাড়িঘরে প্রবেশ করেছে। গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। সরেজমিন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল। তবে এখনো কুশিয়ারা নদীর পানি ডাইকের নীচে রয়েছে। নদীর তীরবর্তী এলাকার লোকজন জানিয়েছেন সময় সময় পানি বাড়ছে।

বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, সুরমা নদীর ডাইকের কয়েকটি স্থানের উপর দিয়ে পানি লোকালয়ে প্রবল বেগে প্রবেশ করছে। খেশরপুর, মন্তইল, পাচালি, বাটইশাইল, বালিটেকা, নিদনপুর, ফতেহপুর, খিলগ্রাম, পইল, সমসখানি, আখাব সহ বিভিন্ন গ্রামের লোকজন পানিবন্দি রয়েছেন। বন্যা কবলিত এলাকায় নৌকার অভাবে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সুরমা নদীর নূরনগর, উত্তর খিলগ্রাম, বারাকুলি, পুটিজুড়ি, নোয়াগ্রাম, নিজগ্রাম, কচুয়া এলাকার ডাইকের উপর দিয়ে পানি আসছে।

ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, সুরমা নদীর উপর দিয়ে পানি লোকালয়ে এসে বন্যা পরিস্থিতি হওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর