নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা (২৪)। তিনি এক সন্তানের মা। প্রায় দুই বছর আগে আব্দুল হামিদের সঙ্গে রিমার দাম্পত্য জীবনের শুরু হয়। শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে দশসিটা গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এতে পরিবারটির স্বপ্নের সমাধি ঘটে গেছে।
ক্যামেরার চোখে জকিগঞ্জ দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে যান ওই মহিলা। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শুনেছি তিনি মারা গেছেন। ওসি বলেন, দুর্ঘটনার কারণটা তাৎক্ষণিকভাবে পরিস্কার হয়নি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।
Leave a Reply