কানাইঘাটের ডাকাতি মামলায় জকিগঞ্জের ইসমাইল ডাকাত কারাগারে

কানাইঘাটের ডাকাতি মামলায় জকিগঞ্জের ইসমাইল ডাকাত কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের কানাইঘাটের ঝিংগাবাড়িতে সংগঠিত হওয়া ডাকাতির ঘটনায় জকিগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুর্ধর্ষ ডাকাত ইসমাইল আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় কাজলসার ইউপির চৌধুরী বাজার এলাকায় ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত ইসমাইল (৪৭) কাজলসার ইউপির কামালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। কানাইঘাটের ঝিংগাবাড়িতে সংগঠিত হওয়া ডাকাতির ঘটনায় গ্রেফতার দেখিয়ে বুধবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যামেরার চোখে জকিগঞ্জ দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

পুলিশ সুত্র জানিয়েছে, দুর্ধর্ষ ডাকাত ইসমাইলের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা, দুটি ধর্ষণ মামলা, একটি প্রতারণা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। গত কয়েকদিন আগে কানাইঘাটের ঝিংগাবাড়িতে সংগঠিত হওয়া ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ মামলায় ইসমাইলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাছাড়াও ইসমাইলের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবী।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, কানাইঘাট থানার ঝিংগাবাড়িতে সংগঠিত হওয়া ডাকাতির ঘটনায় ইসমাইলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর