সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে। জানা যায়, মেধা তালিকায় ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর সকাল নয় ঘটিকা হতে শুরু হয়ে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য ডাকা হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মুল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০ টাকা নিয়ে আসতে হবে। অন্যান্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের যথাযথ কর্তৃপক্ষের প্রদানকৃত সনদের মুলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতিটি নম্বর পত্র ও সনদপত্রের ২টি সত্যায়িত কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব জানান, ক্লাস শুরুর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি প্রক্রিয়া শেষে জানানো হবে।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানতে পারবেন বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission হতে।
Leave a Reply