দেশ বরেণ্য আলেম আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের ইন্তেকাল, জানাযা মঙ্গলবার

দেশ বরেণ্য আলেম আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের ইন্তেকাল, জানাযা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: দেশের অন্যতম বরেণ্য আলেম, আরব আমিরাতের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ও জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে জকিগঞ্জ সদর ইউপির রারাই গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৯ বছর।

পারিবারিক সূত্রে জানাগেছে, বেশ কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুসারী, মুরিদীন, শিক্ষার্থী ও শুভাকাংখী রয়েছেন। কাল ৮ ফ্রেবুয়ারী মঙ্গলবার বিকেল ৩টার সময় থানা বাজার মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। আল্লামা হবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) জীবদ্দশায় বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুর প্রায় ২মাস আগ পর্যন্ত তিনি হাদিস শরীফের দরস দিতেন।

এদিকে আল্লামা হবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) এর ইন্তেকালের খবর পেয়ে শতশত মানুষ রারাই গ্রামের বাড়িতে ভীড় করছেন। শেষ বারের মত প্রিয় মুহাদ্দিস ছাহেবকে এক নজর দেখতে দুরদূরান্ত থেকে অসংখ্য আলেম-উলামা, ভক্ত, অনুসারী, মুরিদীন, শিক্ষার্থী ও শুভাকাংখীগণ ছুটে এসেছেন। ভক্ত-অনুসারীদের কান্নায় এলাকায় ভারী হয়ে উঠেছে। শোকের ছায়া নেমে এসেছে সিলেট জুড়ে। শোকে কাতর হয়ে পড়েছেন সকল শ্রেণীপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর