নিজস্ব প্রতিবেদক :: সিলেটে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে কালেমাখচিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে দেশের বিভিন্ন স্থান থেকে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এসময় র্যালিতে নাত পরিবেশন করা হয়।
এর আগে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভায় র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ;র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।
র্যালিতে অংশ নেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. এ কে আবদুল মোমেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামরুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আবদুর রকিব, আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজসহ অনেকে।
সভায় রাসূল (সা.) এর আদর্শে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply