জকিগঞ্জে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা: সরে দাঁড়ালেন ৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার জকিগঞ্জে বিভিন্ন ইউপির ৯জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া মানিকপুর ইউপির ৫ নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী জয়ন্ত চক্রবর্তী, বিরশ্রী ইউপির ৫ নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুছ ছবুর আপিল করলে তাদের মনোনয়নপত্র বৈধ হয়। আপিলে বাতিল হয়েছে শুধু বারঠাকুরী ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডের প্রার্থী শেফা বেগমের।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়া ও ৯ সদস্য প্রার্থীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সাধারণ সদস্য পদে জকিগঞ্জ ইউপির ৪নং ওয়ার্ডে গুলজার আহমদ, ৯নং ওয়ার্ডে হেলাল আহমদ, সুলতানপুর ইউপির ৮নং ওয়ার্ডে সাইদুল ইসলাম, একই ওয়ার্ডে মাসুদ আহমদ, কাজলসার ইউপির ৯নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে সাবেল আহমদ, বারহাল ইউপির ৬নং ওয়ার্ডে আকিল খাঁন, বিরশ্রী ইউপির ৯নং ওয়ার্ডের মুজ্জামিল হক ও মানিকপুর ইউপির ১নং ওয়ার্ডের মনজুর আহমদ প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ সোমবার প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জকিগঞ্জের ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫০ চেয়ারম্যান প্রার্থী ও সাধারন সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭ প্রার্থী চূড়ান্ত ভোট যুদ্ধে নামবেন। চেয়ারম্যান পদে বারহাল ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মঞ্জুরুল হামিদ চৌধুরী, জামায়াত নেতা ও বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুক্তাউর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সুমন আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জিয়াউর রহমান চৌধুরী, বিএনপি ঘরানোর প্রার্থী বুরহান উদ্দিন রনি। বিরশ্রী ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস সাত্তার, বিএনপি ঘরানো ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু। কাজলসার ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকার নাইন লস্কর করনাইন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, বিএনপি ঘরানো সাবেক চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমদ, বিএনপি ঘরানো চেরাগ আলী, আওয়ামী লীগ বিদ্রোহী আশরাফুল আম্বিয়া, স্বতন্ত্র প্রার্থী ইমাদ হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আল ইমরান হোসেন, জমিয়তের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির লস্কর কয়েছ। খলাছড়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কবির আহমদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক, আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী গোলাম মস্তুফা মাসুক, স্বতন্ত্র প্রার্থী জামরুল হক। জকিগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাওলানা আফতাব আহমদ, বিএনপি ঘরানো হাসান আহমদ, জামায়াত ঘরানো সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সালেহ আহমদ, জমিয়তের দলীয় প্রার্থী জামিল আহমদ আশুক। সুলতানপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাপার প্রার্থী রিমন আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন, জাপা নেতা জালাল উদ্দিন, বিএনপি ঘরানোর হাসান আহমদ, জাপা নেতা আনোয়ার হোসেন হেলালী। বারঠাকুরী ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মহসিন মর্তুজা চৌধুরী, বিএনপি ঘরানোর সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন নসির, বিএনপি ঘরানো আক্তার হোসেন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজ জিল্লুর রহমান তাপাদার, স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ খাঁন। কসকনকপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, আওয়ামী লীগ বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, জাপা প্রার্থী সুলেমান আহমদ লস্কর, স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন, জাপা নেতা আব্দুস সাত্তার মঈন। মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, জাপার দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শিহাব উদ্দিন, বিএনপি ঘরানোর প্রার্থী জাহাঙ্গীর শাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর