-আবীর রহমান
হয়তো এমন কোনো রাত জ্যোৎস্নায় ভরা, হাতে হাত পাশাপাশি তার অশ্রুপানে চেয়ে থাকা।
হয়তো এমন কোনো রাত একলা থাকা, নিজেকেই নিজেকে ভয় লাগতে শুরু করা।
কি হয়েছিল এমন জানালো না সে, অনেকদিনের অব্যাক্ত কথা ব্যাক্ত হলো না যে,
বলেছিলো সে, আবীর রাঙা বিকেলে যখন তাকাবে গগনপানে দুটি তারা দেখতে পেলে একটিকে ভেবে নিও তুমি আর শুকতারা ভেবে নিও আমাকে,
যে শুকতারা নিজের জায়গায় অটুট মিটমিট করে জ্বলবে ঘন ঘন জোড়ালো চাঁদনি আলোতেও নিভে যাবে না কিন্তু কখনোও,
চাঁদ হয়ে হয়তো আলো ছড়াতে পারবো না, কিন্তু তারা হয়ে মনে করিয়ে দিতে পারবো ঠিকই।
তখন পশ্চিমমুখো হয়ে, দুহাত তুলে, দোয়া করো – যেন তোমার দোয়াতেই আমি, জান্নাত লাভ করতে পারি,
তখন বুঝি নি কিছু আশ্চর্য হয়েছিলাম ভীষন ভেবেছিলাম হয়তো ভয় দেখাচ্ছে কিন্তু ভাবনাটাই যে সত্য হবে কে জানতো?
এখন সেই চাঁদনি রাতের কথাগুলো শুধুই স্মৃতি হয়ে আছে।
লেখাঃ আবীর রহমান, পাবনা
উৎসর্গঃ রিতু (খালামনি, সব থেকে ভালো বন্ধু)
Leave a Reply