ভারতের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা কাটলে পাঁচ কোটি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।
পদ্মাবতী চলচ্চিত্র নিয়ে বিতর্কের জেরে দীপিকাকে হত্যার এ হুমকি দেন।
এ থেকে বাদ যাননি পদ্মাবতীর পরিচালক সঞ্জয়লীলা বনশালীও। তার মাথা কাটলেও পাঁচ কোটি রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন ওই নেতা।
হুমকিদাতা সুরজ পাল আমু হরিয়ানা রাজ্য বিজেপির মুখপাত্র। তিনি বলেন, যে ব্যক্তি দীপিকা ও বনশালীর মাথা কাটবেন, তার পরিবারের সব দায়িত্ব নেবেন তিনি।
এ ছাড়া পদ্মাবতী ছবিতে মুসলিম শাসক আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করা রণবীর সিংয়ের হাত-পা মেরে ভেঙে দেবেন বলেও হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুরজ পাল আমু।
এদিকে পদ্মাবতী নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় চলচ্চিত্রটির মুক্তি নিয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে পদ্মাবতী রিলিজের বিষয়টি বিশেষ নজরে দেয়ার অনুরোধ জানিয়েছেন। এর মধ্যে অবশ্য পদ্মাবতীর মুক্তি পিছিয়ে গেছে।
Leave a Reply