সকাল হলেই ভোটগ্রহণ শুরু, শেষ পর্যন্ত দ্বিমূখী লড়াইয়ের আভাস!

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: রাত পোহালেই সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মেয়রপদে ৮ জন, পুরুষ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৩ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন নারী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা)। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার (ধানের শীষ)। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হয়েছেন পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক (লাঙল)। দলের বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ (জগ), উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ (নারিকেল গাছ), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (চামচ), স্বতন্ত্রভাবে পৌর আল ইসলাহর সভাপতি হিফজুর রহমান (মোবাইল), সোনার বাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম (হ্যাঙ্গার)।

পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৩৩৮ জন। বিজয়ের হাসি ফুটাতে প্রাণপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন সকল প্রার্থী ও সমর্থকরা। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে জকিগঞ্জ পৌরসভার নির্বাচনী এলাকা। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নয়টি মোবাইল টিম, পুলিশের দুটি স্টাইকিং ফোর্স, বিজিবির দুটি স্টাইকিং ফোর্স, র‌্যাবের একটি স্টাইকিং ফোর্স, জরুরী দুটি স্টাইকিং ফোর্স রয়েছে । ক্ষমতাপ্রাপ্ত দুজন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটও সর্তক অবস্থানে রয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল টিম রয়েছেন। তাছাড়া ৭ জন পুলিশ, ১১ জন আনসার সদস্য ভোট সেন্টারে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ করতে ৯ জন প্রিসাইডিং, ৩৬ জন সহকারী প্রিসাইডিং ও ৭৭ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

শুক্রবার বিকেল থেকেই শহরে র‌্যাব, বিজিবি, পুলিশ টহল শুরু করে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে জনগনের ভোটের ফলাফল নিশ্চিত করতে সকল প্রার্থীই দাবী জানিয়েছেন।

নির্বাচনে মেয়রপদে কে হাসবেন বিজয়ের হাসি। তা জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা রাত পর্যন্ত। ভোটের লড়াইয়ে ত্রিমূখী প্রতিদ্ব›িদ্বতায় আছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ (জগ), কাজী হিফজুর রহমান (মোবাইল) ও আব্দুল আহাদ (নারিকেল গাছ)। তবে কারো কারো মতে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি দ্বিমূখী লড়াইয়ে সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর