নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ৩০ জানুয়ারী অনুষ্টিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিজয়ের লক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জকিগঞ্জ শহরে প্রচারণা করে এমএ হক চত্বরে পথসভা করেছে। পথসভা থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার দায়ে পৌরসভা আওয়ামী লীগ সভাপতি হাজী সামস উদ্দিনকে বহিস্কার করা হয়েছে।
পথসভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, জকিগঞ্জ আওয়ামী লীগে ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নৌকা প্রতীক ধ্বংস করার জন্য একটি মহল অপচেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করা। অভিযোগ আছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা একজন প্রার্থীর কারণে মুখ খুলতে পারছেন না। হুমকি ধমকি দেখানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না। নৌকার বিজয় নিশ্চিত কাজ করুন। যারা হুমকি ধমকি দেখিয়ে বিজয়ী হতে চায় তারা মেয়র হলে জনগনের শান্তি হবেনা। আবেগে নয় বিবেক দিয়ে ভোট দিন। সৎ ব্যক্তিকে ভোট দিলে জনগনের মঙ্গল হবে। বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। শিক্ষা, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। উন্নয়ন থেমে নেই। উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। নৌকার প্রার্থী বিজয়ী হলে সরকারের কাছ থেকে বরাদ্দ এনে এলাকার উন্নয়ন করতে পারবেন। কোন ষড়যন্ত্রকারী কথায় বিভ্রান্ত হবেন না। যারা নৌকার বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী সামস উদ্দিন নৌকার বিরুদ্ধে কাজ করছেন। তাকে দলের পদপদবী থেকে বহিস্কার করা হলো।
তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রতিটি সেন্টারে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করতে হবে। ভোটের আগে কিংবা ভোটের দিন কেউ সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্ঠা করলে দ্রæত আইনী ব্যবস্থা নিতে হবে।
অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ প্রার্থী খলিল উদ্দিন বিজয়ী হলে জনগনের খাদিম হয়ে কাজ করবেন। আওয়ামী লীগ জিতলে উন্নয়ন হবে। নৌকা মার্কার স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। উন্নয়ন চাইলে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন। ৩০ জানুয়ারী পৌরবাসী নৌকা মার্কাকে বিজয়ী করলে উন্নয়নের জোয়ার বইবে। উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। আওয়ামীলীগ জিতলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। দেশে উন্নয়নের জোয়ার চলছে। এর ধারাবাহিকতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করুন। উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বুধবার পৌর শহরে নৌকার পক্ষে প্রচারণা শেষে পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গণির সভাপতিত্বে পথসভায় অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি ভিপি শামিম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর প্রমূখ।
এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল আহমদ চৌধুরী একল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুয়েদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা বিরাজ কান্তি দাস তপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply