প্রচন্ড শীত উপক্ষো করে দরজায় দরজায় প্রার্থীরা, ঘুমহীন প্রচারণা অব্যাহত

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের পুরো উত্তাপ বইছে। মাঘের প্রচন্ড শীতেও থেমে নেই গণসংযোগ প্রচার-প্রচারণা। ব্যানারে, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে ঘুমহীন সময় কাটাচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তৎপরতাও বাড়ছে। পাড়া মহল্লায় প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সামনে আসছে রাজনৈতিক ও অতীত কর্মকান্ডগুলো। প্রার্থীদের সমর্থকরা মনমুগ্ধকর গানে গীতে স্লোগানে ভোটারদেরকে জানাচ্ছেন প্রার্থীর প্রতিশ্রুতির কথা। প্রচারণায় ভোটারদের নজর কাড়তে কেউ থেকে কেউ পিছিয়ে নয়। প্রার্থীদের ব্যানার, পোস্টারে তুলে ধরা হয়েছে যোগ্য প্রমাণের কিছু বিশেষণ। ভারতের সীমান্তঘেষা এ পৌরসভার ভোটের আমেজ এখন উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সকল মহলেই আলোচিত হচ্ছে পৌরসভা নির্বাচন। কে হচ্ছেন পৌরসভার নতুন মেয়র। ভোটার কোনদিকে দিবেন সমর্থন। এমন আরও অনেক বিশ্লেষন চলছে।
তবে রাজনৈতিক কর্মী সর্মথক ছাড়া সাধারণ ভোটারগণ এখনো অনেকটা নিরব রয়েছেন। যাচাই বাছাই করছেন প্রার্থীদের যোগ্যতা, অতীতের কর্মকান্ডসহ রাজনৈতিক কর্মদক্ষতা। প্রার্থীদের টার্গেটেও রয়েছেন নিরব ভোটাররা। শীতের রাতে ঘুম চোখে নিয়েই প্রার্থীরা প্রতিটি বাড়ির দরজায় দরজায় হানা দিচ্ছেন। সালাম, আদাব ও নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে ভোট কামনা করছেন। সবমিলিয়ে প্রচন্ড শীতে ভারতের ওপারের বাঙালীরা শীতে নিমজ্জিত থাকলেও এপারের জনপদে ভোটের উত্তাপে মুখরিত।
আগামী ৩০ জানুয়ারী এ পৌরসভার ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন মেয়র পদে প্রতিন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৩ জন ও সংরক্ষিত পদে ৯ জন নারী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। এবার মোট পুরুষ ৬হাজার ৩ জন এবং নারী ৬ হাজার ৩৪২ জন ভোটার রয়েছেন।
মেয়রপদে প্রতিন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা)। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার (ধানের শীষ)। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হয়েছেন পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক (লাঙল)। দলের বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ (জগ), উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ (নারিকেল গাছ), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (চামচ), স্বতন্ত্রভাবে পৌর আল ইসলাহর সভাপতি হিফজুর রহমান (মোবাইল), সোনার বাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম (হ্যাঙ্গার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর