জকিগঞ্জের দুজনসহ আওয়ামী লীগের ৪ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় সিলেট ও জকিগঞ্জের ৪জন মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গোলাপগঞ্জ ও জকিগঞ্জ আওয়ামী লীগের বর্ধিত সভার ও সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জানা যায়, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও একই কারণে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলুকে বহিষ্কার করা হয়।

এছাড়াও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদকে দল থেকে বহিষ্কার করা হয়। আব্দুল আহাদের বিষয়ে সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দির খান। তিনি বলেন, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জের ২জন ও গোলাপগঞ্জের আরও ২জনকে বহিষ্কার করা হয়।

বহিস্কার প্রসঙ্গে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ বলেন,দলের বহিস্কার সিদ্ধান্তে ভোটের মাঠে কোন প্রভাব পড়বেনা। তৃণমূল নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ সাথে রয়েছেন। বিজয় নিশ্চিত হবে। দলীয় প্রার্থী বাছাইয়ে যে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা অতীতের ন্যায় এবারও প্রমাণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর