জকিগঞ্জ পৌর নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু, জমে উঠেছে ভোট উৎসব

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিদ্ব›দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে দেয়া হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে সিলেটে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ জগ পেয়েছেন, উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নারিকেল গাছ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক পেয়েছেন লাঙল, বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা পেয়েছেন চামচ, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান পেয়েছেন মোবাইল, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন হেঙ্গার প্রতীক। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ৯ জন সংরক্ষিত কাউন্সিলর বিভিন্ন প্রতীক পেয়েছেন।

প্রতীক হাতে পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা। উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৌর এলাকা জুড়ে। আনন্দে আমেজে ভাসছে সীমান্তঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর