জকিগঞ্জের ইউএনওর সুমী আক্তারের নিরাপত্তা জোরদারের দাবী

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার তার বাসভবনসহ উপজেলা প্রশাসনের নিরাপত্তার জোরদারের দাবী জানিয়েছেন। শনিবার দুপুরের দিকে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জকিগঞ্জে সদ্য যোগদানকারী এ কর্মকর্তা বলেন, জলমহাল ও হাটবাজার ইজারা, বালু ও পাথর কোয়ারী লিজ, সরকারী সম্পত্তি রক্ষা, উচ্ছেদ অভিযান, পাবলিক পরীক্ষা, নির্বাচনসহ বহু ঝুকিপূর্ণ দায়িত্ব পালন করতে হয় তাদের। বিধি মোতাবেক এসব কাজ করতে গেলে অনেকেই সংক্ষুব্ধ হয়। তিনি ইউএনওর জন্য একজন পৃথক গানম্যান, সহকারি কমিশনার (ভূমি)সহ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য অন্তত ১০জন ব্যাটেলিয়ান আনসার নিয়োগে দাবী জানান।

জানা যায়, জকিগঞ্জে উপজেলা কমপ্লেক্সের জন্য ২জন নৈশ্য প্রহরী থাকলেও ইউএনওর বাসভবনের জন্য পৃথক কোন নিরাপত্তাকর্মী নেই। শুক্রবার রাত থেকে জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তার জন্য ৪জন আনসার ব্যাটেলিয়ান সদস্য নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর