জকিগঞ্জে এসএসসিতে পাসের হার ৭৮%৭০, দাখিলের বিস্তারিত পাসের হার, ৩০ জনের সাফল্য

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৯১জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২হাজার ২৭৮ জন। উপজেলায় পাসের হার ৭৮%৭০। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার মাঝে ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়। পুরো উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে।

জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ৮৭.৫৯%, জিপিএ-৫ পেয়েছে ২জন। জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৭২.৮২%, জিপিএ-৫ পেয়েছে ৫জন। মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ৯৫.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ৪জন। গুরুসদয় স্কুল এন্ড কলেজ ৯০.৪০%, জিপিএ-৫ পেয়েছে ২জন। গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ৮৫.৭৯%। জোবেদ আলী উচ্চ বিদ্যালয় ৮৬.৭৫%, জিপিএ-৫ পেয়েছে ৫জন। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী ৮০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ১জন। ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় ৮০.৭৯%, জিপিএ-৫ পেয়েছে ১জন। শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয় ৮৪.৬২%, জিপিএ-৫ পেয়েছে ৪জন। কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ৮৪.৩৮%। আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন ৮৬.৫৪%। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ৫৪.১৭%। জকিগঞ্জ গার্লস হাই স্কুল ৫০%। বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ৫৯.৬৬%। ইছামতি উচ্চ বিদ্যালয় ৬২.৬২%। ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয় ৬৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। লুৎফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ ৫১.৮৩%, জিপিএ-৫ পেয়েছে ২জন। শাহবাগ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৭৮.৮৩%। ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন ৬৮.৪৫%। সোনাসার মাধ্যমিক বিদ্যালয় ৬৮.২২%, জিপিএ-৫ পেয়েছে ১জন। হাফিজ মজুমদার বিদ্যানিকেতন ৬২%। এম আর মজুমদার বিদ্যানিকেতন ৭৫.৪৭%, জিপিএ-৫ পেয়েছে ২জন। সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল ৮৩.৭৮%।

দাখিলে জকিগঞ্জ উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা। এ মাদ্রাসার পাসের হার ৯৬%। সবচেয়ে খারাপ ফলাফল করেছে রশিদিয়া বালিকা মাদ্রাসা। ৫ জন পরীক্ষা দিয়ে ১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২০%। ইছামতি কামিল মাদ্রাসা পাসের হার ৮২.৯৩%। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা পাসের হার ৫৩.৮৫%। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা পাসের হার ৭৫%। ডা. তফাজ্জুল আলী মহিলা মাদ্রাসা পাসের হার ৬৬.৬৭%। বরকতপুর মাদ্রাসা পাসের হার ৬৩.৬৪%। বারহাল হাটুবিল মাদ্রাসা পাসের হার ৯৫%। বেউর বালিকা মাদ্রাসা পাসের হার ৬৬.৬৭%। চাপঘাট মাদ্রাসা পাসের হার ৮০.৬৫%। গোটারগ্রাম মাদ্রাসা পাসের হার ৬৮.১৮%। হাজী তৈয়ব আলী মাদ্রাসা পাসের হার ৬০%। কসকনকপুর গাজীর মেকাম মাদ্রাসা পাসের হার ৯০.৬২%। মুন্সীপাড়া মাদ্রাসা পাসের হার ৯২%৩১। নবীগঞ্জ মাদ্রাসা পাসের হার ৯০%২৪। পীরনগর মাদ্রাসা পাসের হার ৬১.৯০%। পূর্ব ইছামতি মাদ্রাসা পাসের হার ৭৭.৭৮%। সোনাপুর মাদ্রাসা পাসের হার ৯০%। থানাবাজার মাদ্রাসা পাসের হার ৫০.৭৮%। উত্তরকুল মাদ্রাসা পাসের হার ৮১.০৩%। আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা পাসের হার ৬৮.৫৭%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর