নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ জামে মসজিদের ইমাম নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে শনিবার তারাবির নামাজের সময় মসজিদের ভিতরে সংর্ঘষ ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, ব্যবসায়ী নজরুল ইসলামসহ মোট ৩ জন আহত হয়েছেন।
জানাগেছে, মসজিদের ইমাম জসিম উদ্দিনকে নিয়ে মতানৈক্য ছিলো। ইমামের কর্মকান্ড নিয়ে দ্বিমত ছিলো মুসল্লিদের। এতে মসজিদের ইমাম জসিম উদ্দিনকে নামাজ পড়ানো থেকে বিরত রাখা হয়। শনিবার রাতে তারাবির নামাজে নিয়মিত ইমামের পরিবর্তে মাওলানা হোসাইন আহমদ তাপাদার ইমামতি করেন। এতে অপর একটি পক্ষ উত্তেজিত হয়ে লোহার রড় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে উভয়পক্ষের পাল্টাপাল্টি সংর্ঘষে মাওলানা হোসাইন আহমদ তাপাদার, ব্যবসায়ী নজরুল ইসলামসহ ৩ জন রক্তাক্ত জখম হন। হামলা চলাকালে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সরেজমিন পরিদর্শন করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করবেন। পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply