নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাস পরিস্থিতিতেও জকিগঞ্জে ইয়াবা ব্যবসা থেমে নেই। করোনা প্রভাব জকিগঞ্জে আসার থানা পুলিশের হাতে বেশ কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হয়েছে। রবিবার রাতে আটক হয়েছে আরও ৫ মাদক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ডিগ্রী ব্রীজের উপর থেকে ৫ মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আটককৃতরা হলো উপজেলার খলাছড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবাদ আহমদ (২৬), মাইজকান্দি গ্রামের আব্দুল মুকিতের ছেলে জুনাইদ আহমদ জুনেদ (২৮), সোনাসার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফুয়াদ আল আমিন (২৪), সোনারগ্রামের হোসেন আহমদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৯), বাখরশাল মানিকপুর গ্রামের মৃত নজরুল ইসলাম বেবুলের ছেলে মোঃ আবু আশরাফ (২৪)।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, আটককৃতদের দেহ তল্লাসি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি জানিয়েছেন এরআগেও আরো বেশ কয়েকজনকে আটক করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply