নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নির্দেশনায় এ এসআই মখলিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সুপ্রাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জি আর ৩৫১/১৩ এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আহমেদ আলী (৪৮)কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জকিগঞ্জ টুডেকে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশ সকল ক্ষেত্রেই কাজ করে যাচ্ছে। জনসচেতনা সৃষ্টির পাশাপাশি মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীদেরকেও ধরতে অভিযান চলমান রয়েছে। ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আহমেদ আলীকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply