নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: নভেল করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কাল সোমবার থেকে জকিগঞ্জে ফার্মেসী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দোকান, হোটেল, রেস্তুরা ব্যতিত সকল দোকানপাঠ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ মাইকিং করিয়ে এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, নভেল করোনাভাইরাস থেকে জকিগঞ্জের মানুষকে রক্ষা করতে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফার্মেসী, হোটেল-রেস্তুরা ছাড়া অন্য সকল দোকানপাঠ সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে হোটেল রেস্তুরায় কোন লোকজনকে বসিয়ে খাবার খাওয়ানো যাবেনা। প্যাকেট করে বাড়িতে নিয়ে যেতে হবে। জনসমাগমে নিরুৎসাহিত হতে হবে। কোথাও কোন জনসমাগম করে টেলিভিশন দেখা, খেলাধুলা ও আড্ডা দেয়া যাবেনা।
তিনি বলেন, সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমে নভেল করোনাভাইরাস থেকে বাঁচা যাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা সবাই মেনে চলতে তিনি আহবান জানিয়েছেন।
Leave a Reply