বক্তব্যে রাখছেন সেলিম উদ্দিন এমপি।

রণাঙ্গনে এমএজি ওসমানীর অবদান চিরস্মরণীয়: সেলিম উদ্দিন এমপি

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন বলেছেন, বাংলার ইতিহাসে এমএজি ওসমানী চিরদিন বেঁচে থাকবেন। দেশ কে পাকিস্থানীর হাত থেকে রক্ষা করতে মহান মুক্তিযুদ্ধের সময় এমএজি ওসমানীর অবদান চিরস্মরণীয়। বাঙ্গালী জাতি কোনদিন এমএজি ওসমানীকে ভূলবেনা। তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন।

ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস.ইউ শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শুভ’র পরিচালনায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ওসমানীর স্মৃতি স্মরন করে তাঁর অবদানগুলো দেশ ও বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অবদান রেখে যাচ্ছেন। তা প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইউনুছুর রহমান সুহেল, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন, লক্ষণাবন্দ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ, ভাদেশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন, উত্তর বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরিফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সিলেট জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওসমানী স্মৃতি পরিষদ উপজেলা শাখার দপ্তর সম্পাদক জয় রায় হিমেল। বক্তব্যে রাখেন সিনিয়র সহ সভাপতি আমান উদ্দিন আমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি সাংবাদিক রুবেল আহমদ, গোলাপগঞ্জ অনলাইন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার বদরুল আলম, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের সভাপতি জান্নাতুল রেশমা, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, নতুন কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মোস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রচার সম্পাদক শাহী আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর শাপলা সমাজ কল্যান সংঘের সমাজ কল্যান সম্পাদক অলিউর রহমান, কালিজুরী প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক হিফজুর রহমান, বাগিরঘাট যুব সংঘের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ মান্না, সমাজসেবা সম্পাদক জহিরুল হক খান, স্বেচ্ছাসেবক পাঠশালার সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাবির আহমদ, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিলন মাহমুদ, পৌর শাখার সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক এমএনআই রুমেল, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ সাধরণ সম্পাদক আতিকুর রহমান, গোলাপগঞ্জ গ্রীন সোসাইটির সভাপতি জাবের হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল আহমদ সৌরভ, স্টুডেন্টস গ্রুপ অব বাগিরঘাটের সভাপতি মাজেদ আহমদ রনি, বহরগ্রাম জনকল্যাণ সমিতির সভাপতি এবাদুর রহমান এবাদ, আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুমরাইন সমাজ কল্যান সংস্থার সভাপতি ওয়াহিদ রানাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাত শাখার পৃষ্টপোষক ইউনুছুর রহমান সুহেলের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও উপজেলার ২০জন মুক্তিযোদ্ধা, ১১জন ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র ও ৪০টি সামাজিক সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর