নিজস্ব প্রতিবেদক::
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী (র.)-এর ১০ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে সমবেতদের উদ্দেশ্যে তা’লীম ও তরবিয়াত প্রদান করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর মাশায়িখ, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ মাহফিলে বয়ান পেশ করবেন।
উক্ত ঈসালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার বাদ জুম’আ সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈসালে সাওয়াব মাহফিল সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা এম.এ রকিব, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হবিবুর রহমান, ইকড়ছই আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকোণী, স্কুল অব এক্সেলেন্স-এর ভাইস প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, মাওলানা বেলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগর সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা সহ-সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, মাওলানা শেহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি হাফিয নোমান আহমদ, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সিলেট সরকারী আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, গোয়ালাবাজার শাহজালাল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট বিভাগীয় ঈদে মীলাদুন্নবী র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিয কাওছার আহমদ, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাদ উদ্দিন নাসিরী, কাতার আল ইসলাহর সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকী প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক ওলিউর রহমান সানী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ওজীহুর রহমান আসাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, আল ইসলাহ নেতা মাওলানা ইসহাক আহমদ, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা সৈয়দ কুতবুল আলম, মাওলানা জইন উদ্দিন, মাওলানা ফয়জুল হক, মাওলানা কুতুব উদ্দিন খান, হাফিয গোলাম রাব্বানী, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আবুবকর মো. নূরী, মাওলানা আব্দুল লতিফ খালেদ, লতিফিয়া কারী সোসাইটির মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুর রউফ, কাতার আল ইসলাহ নেতা সিদ্দিকুর রহমান, জেদ্দা আল ইসলাহ নেতা কবির আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, সুলতান আহমদ, সুহাইল আহমদ তালুকদার, ফারুক আহমদ, সাইফুর রহমান চৌধুরী শিপু, জুবায়ের আহমদ রাজু, সিলেট মহানগর সভাপতি এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক আহমদ শরীফ, সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আব্দুল খালিক রূহিল শাহ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শাহীন আলম, এমসি কলেজ সভাপতি মাহবুবুল হাসান জুয়েল প্রমুখ।
Leave a Reply