এ কেমন শত্রুতা? জকিগঞ্জে অর্ধকোটি টাকার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে প্রবাসীর মালিকানাধীন বাগান থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ৫শ কাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে জানিয়ে বাগান মালিক বশির জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। প্রবাসীর বাগানের গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে এ সংবাদটি পরে জানাজানি হলে এলাকার শত শত উৎসুক জনতা সরেজমিন গিয়ে কেটে ফেলা গাছের দৃশ্য দেখে হতবাক হয়েছেন।

বাগানের মালিক বশির আহমদ আহমদ জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া বিল এলাকায় আমার ২৮ শতক ভূমির উপর বিভিন্ন প্রজাতির ৫শ গাছ কেটে ফেলে যায়। প্রতিদিনের মত বুধবার আমি বাগানে পরিচর্যা করতে গিয়ে গাছগুলো কর্তন দেখে হতবম্ভ হয়ে পড়ি। হঠাৎ করে বিরাট ধরণের ক্ষতির শিকার হওয়ায় আমি চিন্তিত হয়ে পড়েছি। গাছের সাথে কেন এমন শত্রুতা তা বুঝতে পারছিনা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণসহ বিচার নিশ্চিত করতে হবে।

এলাকাবাসীর ধারণা বশির উদ্দিনের সাথে ব্যাক্তিগত আক্রোশের জেরধরে দুর্বৃত্তের দল এ ঘটনা ঘটিয়েছে। গাছ নিধন করে যারা ব্যাক্তিগত আক্রোশ মেটানোর চেষ্ঠা করেছে তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির ৫শত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিটি গাছের বিভিন্ন স্থানে একাধিক কোপ দিয়ে গাছগুলো কর্তন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ বাগান মালিকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশের তদন্তকারী দল।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ এ প্রসঙ্গে জানান, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। থানায় যেহেতু বাগান মালিক সাধারণ ডায়রি করেছেন তাই পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে। অপরাধী কোনভাবেই রক্ষা পাবেনা।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, ঘটনার তদন্ত হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমিও সরেজমিন পরিদর্শন করবো। গাছের কর্তন করে বাক্তিগত আক্রোশ যারা মিটিয়েছে তাদের রেহাই হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর